আবারও যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

আবারও যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের নাগরিকদের সন্ত্রাসী হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে ভ্রমণে সতর্কতা জারি করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ মুহূর্তে যে তথ্য রয়েছে তাতে বিভিন্ন অঞ্চলে ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা, বোকো হারাম ও অন্যান্য গোষ্ঠী সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এ সতর্কতা আগামী বছর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি ফ্রান্স, রাশিয়া, মালিসহ বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে আইএস। যুক্তরাষ্ট্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ‘এ মুহূর্তে মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করেই যে হামলা চালানো হবে, তা বিশ্বাস করার মতো যুক্তি নেই।’ যুক্তরাষ্ট্র ভ্রমণ সতর্কতায় তাদের নাগরিকদের জনসমক্ষে ও পরিবহন ব্যবহার করার সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

চারপাশ সম্পর্কে সজাগ থাকতে ও ভিড় এড়িয়ে চলতেও পরামর্শ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সিরিয়া ও ইরাক থেকে ফেরত আইএসের সদস্যরা সন্ত্রাসী হামলা চালাতে পারে বলে কর্তৃপক্ষ বিশ্বাস করে।’ favicon

Sharing is caring!

Leave a Comment