রূপের তেজে তেজপাতা

রূপের তেজে তেজপাতা

ঋষিতা রায়: তেজপাতা প্রধানত রান্নায় ব্যাবহার করা হয়। কিন্তু রান্না ছাড়াও বহুবিধ গুনে গুনান্বিত এই তেজপাতা। এতে আছে অনেক ঔষধি গুনাগুন। এটা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগ প্রতিরোধ করে, কিডনিজনিত সমস্যা দূর করে, ক্যান্সার নিরাময়ে সাহায্য করে এবং এছাড়াও অনেক রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে।

তেজপাতা রান্নায় ব্যাবহারের পাশাপাশি রূপচর্চায়ও ব্যাবহার করা হয়। তেজপাতা চুল, ত্বক এবং দাঁতের জন্য খুবই উপকারী। এটি চুল পড়া বন্ধ করে এবং চুল খুশকি মুক্ত করে। রিঙ্কেল, ত্বক ফাটা, বার্ধক্যজনিত দাগও দূর করে তেজপাতা। এতে প্রচুর পরিমানে ভিটামিন, এসেন্সিয়াল, মিনারেল এবং অ্যান্টি অক্সিজেন আছে, যা ত্বকের জন্য ভীষণ উপকারী। আসুন রূপচর্চায় তেজপাতার কিছু বিশেষ ব্যাবহার জেনে নিই:


94-1

চুল খুশকিমুক্ত করতে : তেজপাতার গুঁড়ো ব্যাবহারে খুব সহজেই চুল খুশকিমুক্ত করা যায়। দইয়ের সাথে তেজপাতার গুঁড়ো মিশিয়ে তা মাথার ত্বকে লাগিয়ে রেখে কিছুক্ষন পর ধুয়ে ফেলুন। এতে খুশকি দূর হবে এবং মাথার চুলকানি কমে যাবে। এছাড়াও তেজপাতা ফুটানো পানি দিয়ে চুল নিয়মিত ধুয়ে ফেললে চুল খুশকিমুক্তই শুধু হবে না, চুল পড়াও বন্ধ হবে।

চুলের উজ্জ্বলতা বৃদ্ধিতে : তেজপাতা চুলের উজ্জ্বলতা বাড়ায়। কিছু তেজপাতা পানিতে সিদ্ধ করে পানি ছেকে নিতে হবে। এরপর পানি ঠাণ্ডা করে চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে ব্যাবহার করতে হবে। এতে আপনার চুল আরও উজ্জ্বল হবে।

উকুন নাশক হিসাবে : তেজপাতা সিদ্ধ পানি ব্যাবহারে চুল উকুন মুক্ত হয়। তেজপাতার গুঁড়ো চুলের গোঁড়ায় সরাসরি ব্যাবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।

দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধিতে : তেজপাতার গুঁড়ো টুথপেস্টের সাথে মিশিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের হলদে ভাব কমে যায়। দাঁতের মাড়ি মজবুত করে, দাঁতের ক্ষয়রোধ করে। এছাড়াও তেজপাতার গুঁড়ো নিয়মিত ব্যাবহারে করলে দাত মজবুত থাকে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে : তেজপাতা সিদ্ধ পানি দিয়ে দিনে কয়েকবার মুখ পরিষ্কার করলে উজ্জ্বল ত্বক পাওয়া যায়, যা ফেসওয়াশও করতে পারে না।

9703720_Senna_Leaves_Powder

ত্বকের ইনফেকশন দূর করে : ত্বকের ইনফেকশন তথা ত্বকের অবাঞ্চিত উপাদান দূর করতে কাঁচা তেজপাতার রস ত্বকের জন্য খুবই উপকারী।

ব্রনের দাগ দূর করতে : তেজপাতার অন্যতম গুরুত্বপূর্ণ গুনাবলিগুলোর একটি হল, এটি ব্রণের দাগ দূর করে। তেজপাতার গুঁড়ো গোলাপ পানির সাথে মিশিয়ে ব্রনের উপর লাগিয়ে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে । নিয়মিত ব্যাবহারে ত্বক হবে দাগ মুক্ত।

স্কিন টোনিং : তেজপাতা সিদ্ধ পানি ত্বকে প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে।

ত্বক পরিষ্কার করতে : তেজপাতা বাটা গোসলের আগে গায়ে মেখে ঘন্টা খানিক রাখতে হবে। এরপর গোসলের পানিতে ধুয়ে ফেলতে হবে। এতে ময়লা তো পরিষ্কার হবেই, সাথে গায়ের দুর্গন্ধের সমস্যাও দূর হয়ে যাবে।

অতিরিক্ত ঘাম দূরীকরণে : অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে প্রতিদিন তেজপাতা বাটা গায়ে মেখে আধ ঘন্টা থাকার পর গোসল করে নিলে বেশি ঘাম হওয়া কমে যাবে।

চর্মরোগ থেকে মুক্তি : চর্মরোগ হলে তেজপাতা থেঁতো করে ৪কাপ পানিতে সেদ্ধ করে নিয়মিত খেতে হবে। এভাবে নিয়মিত খেলে চুলকানির সমস্যা দূর হবে।

রচনা: ঋষিতা রায়।
মডেল: আদিতি।
ফটোগ্রাফি: এস এম রাাসেল। favicon5

Sharing is caring!

Leave a Comment