ফেসপ্যাক ব্যবহারের কানুন

ফেসপ্যাক ব্যবহারের কানুন

আকলিমা আক্তার রিক্তা : ত্বক আরও সুন্দর, প্রানবন্ত ও স্বাস্থ্যবান করে তুলতে আমরা ফেসপ্যাক বা ফেসমাস্ক ব্যবহার করি। কিন্তু ব্যবহারবিধি আমরা সবাই কী জানি! ফেসমাস্ক আরও কার্যকর করার জন্য কয়েকটি টিপস মাথায় রাখা উচিত। আপনি যদি আপনার ত্বক আরও দ্বীপ্তিময় করতে ফেসপ্যাক ব্যবহার করেন তাহলে এই টিপসগুলো মনে রাখা জরুরী। কারো কারো ক্ষেত্রে দেখা যায় আমরা ফেসপ্যাকটি মুখে ঠিক ততক্ষন পর্যন্ত রাখি যতক্ষন পর্যন্ত শুষ্ক না হয়। তবে জানেন কী, এটি স্কিনের ক্ষতি করে বলে সম্প্রতি প্রমানিত হচ্ছে। কখনোই ফেসপ্যাক আপনার মুখে পুরোপুরি শুকনো হতে দিবেন না। এটি আপনার ত্বক থেকে আদ্রতা শোষন করে ত্বক শুষ্ক করে দিতে পারে। যার ফলে ত্বকে বলিরেখা দেখা যায়।


অতএব, ফেসমাস্ক আপনার মুখে পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই ধুয়ে ফেলুন।

কিছু গুরুত্বপূর্ন টিপস আছে যা ফেসপ্যাক বা ফেসমাস্ক ব্যবহারের পূর্বে জানা প্রয়োজন।

১) গোসলের পর ফেসমাস্ক ব্যবহার করুন

আমরা অনেকেই গোসল করার আগে ফেসমাস্ক ব্যবহার করি যেন ভালোভাবে ফেসমাস্কটি মুখ থেকে উঠে যায়। কিন্তু স্বাস্থ ও সৌন্দর্যচর্চা বিষয়ক সাইট বোল্ডস্কাইয়ের লেখক ইরাম মজিদ বলছেন অন্য কথা। তিনি বলেন, গোসলের পর এটি ব্যবহার করা উত্তম। গোসলে হালকা গরম পানি ব্যবহার করলে আপনার ত্বকের ছিদ্র খুলে যায় যা ফেসমাস্ককে ত্বকের গভীরে পৌছাতে সহায়তা করে, যার ফলে পাওয়া যায় উজ্জ্বল ত্বক।

২) ম্যাসেজ করুন

মুখে ফেসমাস্ক সাধারনভাবে দিয়ে রাখবেন না। আপনার আঙ্গুলগুলোও ব্যাবহার করুন। আপনি যখন ফেসমাস্ক ব্যবহার করবেন তখন আপনার মুখে ভালভাবে ম্যাসাজ করে নিন। এটি ফেসমাস্ক ত্বকের ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে। ১০ মিনিট ম্যাসাজের পর তা ত্বকে রেখে দিন এবং ১৫ মিনিট পর ধুয়ে পরিষ্কার করে নিন।

৩) ত্বক শুষ্ক হতে দেবেন না

এটা খুব সাধারন বিষয় যে, আমরা ফেসপ্যাক ব্যবহারের পর তা শুকানো পর্যন্ত অপেক্ষা করি তারপর তা ধুয়ে ফেলি। এমনটা আপনার ত্বকের সাথে কখনোই করবেন না। আগেই বলেছি, অতিরিক্ত শুষ্ক ফেসপ্যাক আপনার ত্বকের আদ্রতা কেড়ে নেই, যার ত্বকে বলিরেখা পড়ে যায়। অতএব, ত্বকে ফেসপ্যাকটি শুকানোর আগেই ধুয়ে নিন।

৪) টোনার ব্যবহার করুন

ফেসমাস্ক ধুয়ে ফেলার পর ত্বকে টোনার ব্যবহার করুন। আপনার ত্বক আরও সুস্থ সতেজ দেখানোর জন্য গোলাপজল ব্যবহার করতে পারেন। আপনি অবশ্যই টোনারের সাথে গোলাপজল অথবা এরকম একটি ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

নিজের ত্বক সুন্দর করার জন্য সকলেই ফেসপ্যাক বা ফেসমাস্ক ব্যবহার করে থাকেন। তবে উপরের নির্দেশনা মেনে ফেসপ্যাক ব্যবহার করলে কখনোই আপনি হারাবেন না আপনার সুন্দর ত্বক বরং প্রতিনিয়ত আপনি পাবেন বাড়তি উজ্জ্বলতা।

বোল্ডস্কাই অবলম্বনে
মডেল: কিমিয়া কিমকিম
ফটোগ্রাফি: এস এম রাসেল 

Sharing is caring!

Leave a Comment