পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণে রোকেয়া বিশ্ববিদ্যালয়
সজীব হোসাইন, রংপুর : দিনগুলো কাটুক উষ্ণ ঘামে নাম দিয়েছি ভালবাসা- এই শিরোনামে অবহেলিত পথশিশু এবং সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে মুখে হাঁসি ফুটাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট এ্যাসোসিয়েশন(ব্রুডা)।
শুক্রবার(৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে সকাল ১০টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রায় অর্ধ শতাধিক পথশিশু এবং সুবিধা বঞ্চিতদের মাঝে শীতের নতুন কাপড় বিতরণ করা হয়।
শীতের নতুন জামা পেয়ে কেমন লাগছে জানতে চাইলে আকাশ বলেন, ‘মোর খুব ভাল লাগছো, স্টেশনত থাকিম। অ্যালা মোর শীত কম লাগিবে। ভাইয়া আর আফারা খুব ভাল।’
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিখা রয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রুডার সভাপতি হুমায়রা সিফাত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের রংপুর অঞ্চলের সমন্বয়ক সৈয়দ আরিফুল আরিফ, এটিএন বাংলার রিপোর্টার মাহবুবুল ইসলাম এবং ব্রাকের এলাকা ব্যবস্থাপক শিক্ষা কর্মসূচী(পেইস প্রোগ্রাম) মো. আফজাল হোসেনসহ প্রমুখ।