আদরের জন্য আবেদন
সজীব হোসাইন, রংপুর : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আদরের দু’টি কিডনিই অকেজো হয়ে যাচ্ছে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জরুরি ভিত্তিতে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। কিন্তু তার দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব। এ অবস্থায় আদরের জীবন বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
চিকিৎসকরা জানিয়েছেন, আদরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। কিডনির পাশাপাশি তার হার্টেও সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় তার দ্রুত চিকিৎসা প্রয়োজন।
ছেলেকে বাঁচাতে আদরের কৃষক পিতা মো. ইউনুছ আলী নিজের সাধ্যমত ছেলের চিকিৎসা করিয়েছেন। এরপরও আদর সম্পূর্ন সুস্থ হয়ে ওঠেননি। এ অবস্থায় মো. ইউনুছ আলী ছেলের উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশে থাকা প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহযোগীতা কামনা করেছেন।
আদরের চিকিৎসায় সহযোগিতা করতে ০১৭৯৭৯৮৬৯০৮ (আদরের বাবা) নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। বিকাশে সাহায্য পাঠাতে চাইলে- ০১৭৯৭৯৮৬৯০৮ নম্বরে সাহায্য করা যাবে।