শিক্ষকদের কর্মবিরতিতে অচল বেরোবি
সজীব হোসাইন, রংপুর : অষ্টম বেতন কাঠামোয় শিক্ষকদের অবনমনের প্রতিকার ও মর্যাদা রক্ষার দাবিতে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের লাগাতার সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ সূত্র জানায়, গতকাল সোমবার(১১ জানুয়ারি) সকাল থেকে কোনো বিভাগেই শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা নেননি। ফলে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম।
শিক্ষকদের লাগাতার আন্দোলনের কারণে প্রায় সাত হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়টির প্রত্যেকটি বিভাগ ৬ মাস থেকে দুই বছর পর্যন্ত দীর্ঘ সেশনজটে রয়েছে। শিক্ষকদের এ আন্দোলন প্রলম্বিত হলে শিক্ষার্থীরা নতুন করে সেশনজটে পড়বে। এতে দীর্ঘায়িত হবে শিক্ষাজীবন।
এ ব্যাপারে কথা বললে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ দি প্রমিনেন্টকে জানান, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। কোনো শিক্ষক ক্লাস-পরীক্ষায় যাবেন না।’