ফাঁকাই রয়ে গেল তৃতীয় লিঙ্গ কোটা!
সজীব হোসাইন, রংপুর : বাংলাদেশে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা চালু করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থী না থাকায় এই বিশেষ কোটার বরাদ্ধকৃত আসন এখনো ফাঁকাই রয়ে গেছে।
ভর্তি কমিটির বিশেষ কোটার আহ্বায়ক ড. নিতাই কুমার ঘোষ দি প্রমনেন্টকে জানান, গত ১৩ এবং ১৪ জানুয়ারি বিশেষ কোটার পূর্ব নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে এই দুইদিনে তৃতীয় লিঙ্গ কোটার কোন শিক্ষার্থী সাক্ষাৎকারে অংশ নেয়নি।
তিনি আরও জানান, বিশেষ কোটার সাক্ষাৎকার গ্রহণকালে কিছু শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় আগামী সোমবার সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যদি কোন শিক্ষার্থী পূর্বনির্ধারিত তারিখে সাক্ষাৎকারে অংশ নিতে ব্যর্থ হয় তবে ওইদিনও সাক্ষাৎকার দিতে পারবে। যেহেতু নির্ধারিত দুই দিনের সাক্ষাৎকারে তৃতীয় লিঙ্গ কোটার উত্তীর্ণ শিক্ষার্থী অংশ নেয়নি তাই আসন ফাঁকা থাকার আশংকা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ৬, ৭, ৮ এবং ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমবারের মত অন্যান্য কোটার পাশপাশি শূন্য দশমিক ৫ হারে তৃতীয় লিঙ্গ কোটা ভর্তি সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত মেধা তালিকায় কেবল কলা অনুষদে একজন শিক্ষার্থী মামুন বিল্লাহ উত্তীর্ণ হয়।