সকলের ভালোবাসা আর সহানুভূতি পেয়েই বেঁচে আছি
সজীব হোসাইন, রংপুর : হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী আদর। দুটো কিডনির পাশাপাশি তার হার্টসহ মূত্রনালিতে গুরুতর সমস্যা কারণে গত ৪ জানুয়ারি তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আদরকে মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার পর বর্তমানে সে সুস্থ আছেন বলে তার বাবা ইউনুছ আলী দি প্রমিনেন্টকে জানিয়েছেন।
কথা বললে আদর জানান, ‘সকলের ভালোবাসা আর সহানুভূতিতেই বেঁচে আছি। আমার পাঁশের বেডের দুইজন একই রোগে মারা গেছে। ভাবতে পারিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরতে পারব। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দেশের মানুষের জন্য কিছু করতে পারি।’
পারিবারিক অসচ্ছলতার কারণে ছেলেকে বাঁচাতে আদরের কৃষক পিতা মো. ইউনুছ আলী ছেলের উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশে থাকা প্রবাসী ও বিত্তবানদের আর্থিক সহযোগীতা কামনা করেন। পরবর্তীতে ৯ জানুয়ারি দি প্রমিনেন্ট ‘আদরের জন্য আবেদন’ শিরোনামে সাহায্য আবেদন প্রকাশ করে।
নিউজটি প্রকাশ হলে তরুণ মেধাবী শিক্ষার্থী আদরকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিত্তবান ব্যক্তিরা। সকলের সহযোগিতায় আদর এখন সুস্থ আছেন।