বেরোবি বাঁধন ইউনিটের সভাপতি মানস, সম্পাদক তাওহীদ
সজীব হোসাইন, রংপুর : স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) ইউনিটের নতুন কার্যকরী পরিষদে মানস রায়কে সভাপতি এবং তাওহীদ বারীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছে।
আজ(২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হলরুমে বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর এবং ডোনার সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কার্যকরী পরিষদের এবং বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হয়।
হল কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শামীম সরকারকে, শহীদ মুক্তার এলাহী হলের আবু সাঈদ ইবনে রশীদকে এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মারজিনা মাসুদ দিপাকে প্রধান করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ই অক্টোবর বাঁধন বেরোবি ইউনিটের যাত্রা শুরু। ২০১৫ সালে এই ইউনিট থেকে প্রায় পাচ’শ ব্যাগ রক্ত সরবরাহ করা হয় এবং একুশ জন ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।