উপাচার্যের সঙ্গে রাবিসাসের নতুন কমিটির সাক্ষাত

উপাচার্যের সঙ্গে রাবিসাসের নতুন কমিটির সাক্ষাত

আতিকুর রহমান, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নবগঠিত কমিটি’র নেতৃবৃন্দ ও সদস্যরা সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় উপাচার্য রাবিসাসের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শনিবার ৩০ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানের উন্নয়ন ও গবেষণার পরিসর বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যান্য সদস্যদের মতো সাংবাদিকরাও এতে সহযোগিতা করবে।

এসময় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ নিজেদের দায়িত্ব যথাযথ পালনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পূর্ণ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাবিসাসের নবগঠিত কমিটির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাসান আদিব, মোস্তাফিজ মিশু, যুগ্মসাধারণ সম্পাদক সাজিদ মানিক, সাংগঠনিক সম্পাদক আবু জাফরসহ রাবিসাসের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা ।

এছাড়াও রাবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন। favicon59

Sharing is caring!

Leave a Comment