শুরু হলো জীবনের নতুন অধ্যায়

শুরু হলো জীবনের নতুন অধ্যায়

আতিকুর রহমান, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ শুরু হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি)সকালে প্রত্যেক বিভাগে পৃথক পৃথকভাবে বিভাগীয় সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাসে বিভাগের শিক্ষকবৃন্দ ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেন। বিভাগের নয়া অতিথিদের ফুলের মাধ্যমে ক্যাম্পাসে স্বাগত জানানো হয়।

ওরিয়েন্টেশন ক্লাশ শেষে কথা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জন্নাতুন মাওয়ার সঙ্গে। তিনি উচ্ছ্বসিত গলায় বলেন, ‘ছোটবেলায় বড় আপু-ভাইয়াদের মুখে বিশ্ববিদ্যালয়ের গল্প শুনতাম। তখন ভাবতাম, বিশ্ববিদ্যালয় আসলে কী? সেটা যখন বুঝতে শিখেছি, তখন থেকেই মনের কোনে আশা বেধেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়ব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজ ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে পেরে যতটা খুশি হয়েছি এর আগে তা কখোনোই হইনি। তবে একটা কথা বলতেই হবে যে, আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাশ করার মাধ্যমে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো।’

শুধু মাওয়াই নয়, তার মতো অনেকেই বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছেন এই ক্যাম্পাসে। প্রতিদিনের মতো স্বাভাবিক নিয়মে সূর্যোদয় হলেও শনিবার সকালের সূর্যোদয় ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রায় সাড়ে চারহাজার শিক্ষার্থীর জীবনের এক উজ্জ্বল ইতিহাস।

আজ থেকে ক্যাম্পাসে যোগ হলো শিক্ষার্থীদের আরও একটি ব্যাচ। সকাল থেকে সকল বিভাগে প্রথম বর্ষের ওরিয়েরেন্টশন ক্লাশ শুরু হয়েছে। নতুনদের আগমনে ক্যাম্পাস আবার নতুন রুপ ধারন করেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহণ মার্কেট, ইবলিশের (পুরাতন ফোকলোর চত্বর) মাঠসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা গেছে। পুরাতনদেরকে ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের আগমন চোখে পড়ার মতো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন কয়েকটি বিভাগের ওরিয়েনন্টেশনে উপস্থিত ছিলেন। এসময় তিনি নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে তাদের উচ্চশিক্ষায় সাফল্য কামনা করেন।favicon59

Sharing is caring!

Leave a Comment