উই ক্যান-ড্যাফোডিল অ্যাপস প্রতিযোগিতার নিবন্ধন চলছে

উই ক্যান-ড্যাফোডিল অ্যাপস প্রতিযোগিতার নিবন্ধন চলছে

নিউজ ডেস্ক : নারী অধিকার বিষয়ক মুঠোফোন-অ্যাপস তৈরির প্রতিযোগিতা ‘উই ক্যান-ড্যাফোডিল অ্যাপস ফেলোশিপ ২০১৬’ এর নিবন্ধন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আজ (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

উই ক্যান বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ আয়োজনে গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটির ভিআইপি লাউঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম।

ডিআইইউ এর পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমানের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উই ক্যান বাংলাদেশের চেয়ারপার্সন সুলাতানা কামাল, ড্যাফোডির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদ ভূইয়া ও উই ক্যান বাংলাদেশের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ থেকে ৩০ বছর বয়সী যে কেউ এ অ্যপস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা ও সাহিত্য বিষয়ের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট এক একটি দল গঠন করতে হবে। প্রাথমিক বাছাইয়ে ২০টি দল এবং চূড়ান্ত পর্বে ৮টি দলের মধ্য থেকে সেরা বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের ২ লক্ষ টাকার প্রথম পুরস্কারসহ মোট ৫ লক্ষ টাকার ৫টি পুরস্কার প্রদান করা হবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৫ মার্চ।favicon59

Sharing is caring!

Leave a Comment