পিঠা উৎসবে মাতল ড্যাফোডিল ক্যাম্পাস

পিঠা উৎসবে মাতল ড্যাফোডিল ক্যাম্পাস

নিউজ ডেস্ক : সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যম্পাস আশুলিয়ায় উৎযাপিত হলো ডিআইইউ পিঠা উৎসব-২০১৬। গত ১৩ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি দুই দিন জাঁকজমকপূর্ণ এই পিঠা উৎসব আয়োজন করে সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের ১৫টি দল প্রায় দেড় শতাধিক পিঠা পসরা নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পিঠা পসরা, উদ্যেক্তা প্রতিযোগিতা, আবহমান গ্রাম বাংলার জীবন গাথা প্রদর্শনী।

উদ্যেক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যথাক্রমে প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করে ব্যবসা প্রশাসন বিভাগের ‘পিঠা কুঠির’ ও ‘পৌষের আহার’ এবং দ্বিতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের ‘পুলি পার্বণ’। পিঠা উৎসবের অন্যতম আয়োজক ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক কামরুজ্জামান দিদার বলেন, এই আয়োজন তরুণদেরকে সফল উদ্যোক্তা হতে অনুপ্রেরণা যোগাবে সেই সাথে নিজ দেশের কৃষ্টি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলবে।

বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পৌষের পড়ন্ত বিকেলে পর্দা নামে ডিআইইউ পিঠা উৎসব-২০১৬।

favicon59ফটোগ্রাফি : মো: আবু নাইম।

Sharing is caring!

Leave a Comment