সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দেয়নি র‌্যাব

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দেয়নি র‌্যাব

নিউজ ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন আজও দাখিল করতে পারেনি‌ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ জন্য আদালত আবারও নতুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন।

আজ (০৭ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম মো. ইউসুফ হোসেনের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ জানুয়ারি পরবর্তী দিন নির্ধারণ করেন।

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় খুন হন। পরের দিন ভোরে তাঁদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

পরে রুনির ভাই নওশের আলম নোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।favicon

Sharing is caring!

Leave a Comment