রানা প্লাজা মামলায় অভিযোগপত্র গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা

রানা প্লাজা মামলায় অভিযোগপত্র গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক : আলোচিত রানা প্লাজা ধস মামলায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোপত্র গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে প্রকৌশলী রকিবুল ইসলামসহ ২৪ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ দেয়া হয়েছে। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিন এই আদেশ দেন।

আগামী ২৭ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। এই মামলায় রানার বাবা-মাসহ ২৪ জন জামিনে আছেন।

গত ১ জুন রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে পৃথক দু’টি চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি বিজয় কৃষ্ণ কর।

দুই মামলার দুই চার্জশিটে রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার বাবা-মাসহ মোট ৪২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দণ্ডবিধির মামলায় ৪১ জন ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জন আসামি রয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ১৩৬ জন মারা যান। আহত হন ১ হাজার ৫২৪ জন।favicon5

Sharing is caring!

Leave a Comment