তাবেলা হত্যায় সন্দেহভাজন চারজন আটক

তাবেলা হত্যায় সন্দেহভাজন চারজন আটক

নিউজ ডেস্ক: ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক সন্দেহভাজন চারজন হলেন ভাগনে রাসেল, শুটার রুবেল, চাকতি রাসেল ও শরীফ। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দেরও দাবি করেছে পুলিশ।

আজ সোমবার সকালে ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে পাঠানো এক খুদে বার্তায় এসব কথা জানানো হয়। বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা ছিল।

গত ২৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সিজার তাবেলা। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর রাতে নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন ৩০ সেপ্টেম্বর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

৫০ বছর বয়সী এই ইতালিয় নাগরিক আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি’র প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। favicon

Sharing is caring!

Leave a Comment