ওয়ার্ল্ড ফুড প্রাইজ ২০১৫ পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ২০১৫ পেয়েছেন স্যার ফজলে হাসান আবেদ

নিউজ ডেস্ক: ওয়ার্ল্ড ফুড প্রাইজ ২০১৫ পেয়েছেন ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। বিশ্বব্যাপী প্রায় ১৫০ মিলিয়ন মানুষের খাদ্যনিরাপত্তার সুযোগ সৃষ্টি এবং দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ বিরল সম্মাননা অর্জন করেন।

গত ১৬ অক্টোবর ২০১৫, বাংলাদেশ সময় সন্ধা ৬টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের দেস ময়েনসের লওয়া স্টেট ক্যাপিটাল বিল্ডিং-এ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিঁনি বাংলাদেশের জন্য এক বিরল সম্মান বয়ে আনলেন।

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জন রুয়ান তৃতীয় স্যার আবেদের হাতে এই পুরস্কার তুলে দেন। খাদ্য ও কৃষিতে নোবেল পুরস্কারের সমতুল্য এই পুরস্কারের মুল্যমান ২৫০,০০০ মার্কিন ডলার। favicon

Sharing is caring!

Leave a Comment