লোডশেডিং-এর কথা মানুষ ভূলে গেছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

লোডশেডিং-এর কথা মানুষ ভূলে গেছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: দেশে লোডশেডিং বলতে কোনো কিছু নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য জিল্লুল হাকিমের এক সম্পূরক প্রশ্নের উত্তরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

এ সময় তিনি আরো বলেন, সঠিক ব্যবস্থাপনার অভাবে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘লোডশেডিং বলতে কোনো শব্দ এখন দেশে নেই। লোডশেডিং হলো যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ না থাকে। কিন্তু দেশে বর্তমানে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। আমাদের হাতে আছে সাড়ে ছয় হাজার মেগাওয়াট।’

‘সঠিক সরবরাহ (ডিস্ট্রিবিউশন) ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। ট্রান্সমিশন ও ব্যবস্থাপনার জন্য কাজ চলছে। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে।’ যোগ করেন প্রতিমন্ত্রী। favicon

Sharing is caring!

Leave a Comment