বিনামূল্যে আগুন নিয়ন্ত্রণ প্রশিক্ষণ

বিনামূল্যে আগুন নিয়ন্ত্রণ প্রশিক্ষণ

নিউজ ডেস্ক : ভবনে আগুন নিয়ন্ত্রণের কৌশল ও পদ্ধতি নিয়ে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি (ইএইচএস প্লাস সেন্টার)। আরও রয়েছে বিপদ চিহ্নিতকরণ প্রতিযোগিতা।

আজ (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টারয় তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। প্রশিক্ষণ শেষ হবে আগামী ০৯ ডিসেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ ও প্রতিযোগিতা।

এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশ নিতে সম্মেলন কেন্দ্রর সিলভার ২৬ নম্বর ইএইচএস প্লাস সেন্টারে এসে নাম নিবন্ধন করতে হবে। আয়োজনে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইএইচএস প্লাস সেন্টার।

ইএইচএস প্লাসের প্রোগ্রাম ম্যানেজার কাজী ওয়াহিদুর রহমান জানান, প্রশিক্ষণ শেষে চলবে কুইজ প্রতিযোগিতা। কুইজে বিজয়ীদের জন্য রয়েছে ট্যাবসহ আকর্ষণীয় পুরস্কার। বিপদ চিহ্নিতকরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা ও বিকেল সাড়ে ৪টায়।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় ‘অগ্নি ও অবকাঠামো নিরপত্তায় পরিবর্তন ব্যবস্থাপনার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে মূল বিষয় উপস্থাপন করবেন ইনস্টিটিউট ফর সাসটেইনেবল কমিউনিটিজ’র কান্ট্রি ডিরেক্টর টি আদিল চৌধুরী।

ইএইচএস প্লাস সেন্টারের প্রোগ্রাম অফিসার তাহমিনা জাহান ইমরান জানান, স্টলের পক্ষ থেকে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য সরবরাহ করা হচ্ছে। আগ্রহীরা স্টলে এসে যোগাযোগ করলেই কুইজ ও প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা যাবে www.ehsPlusBangladesh.org ওয়েবসাইটে।

স্টল ঘুরে দেখা যায়, দর্শনার্থীরা স্টলের বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচি বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। অনেকেই প্রশিক্ষণের জন্য নিবন্ধন করছেন।favicon

Sharing is caring!

Leave a Comment