গৃহঋণ পা্বেন প্রবাসীরাও

গৃহঋণ পা্বেন প্রবাসীরাও

নিউজ ডেস্ক : ব্যাংক থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গৃহঋণ উন্মুক্ত করল বাংলাদেশ ব্যাংক। ভোক্তাঋণ নীতিমালার আওতায় বাড়ি বা ফ্ল্যাট কেনায় মোট ব্যয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। তবে ঋণ নিয়ে জমি কেনা যাবে না। প্রবাসীদের পাঠানো অর্থ বিনিয়োগে আনতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল (০৭ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপণ ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের যে কোনো ধরনের ব্যাংক ঋণ নিতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হয়। এখন থেকে গৃহায়ন ঋণের ক্ষেত্রে এর আর প্রয়োজন হবে না। তবে অন্য ঋণের ক্ষেত্রে অনুমতির দরকার হবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদনের জটিলতার কারণে প্রবাসীদের মধ্যে গৃহঋণ নেওয়ার আগ্রহ ছিল না। তাদের অর্থ বিনিয়োগে আনতে বাংলাদেশ ব্যাংক নিয়ম সহজ করল।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপণে বলা হয়েছে, নিজের অর্থ ও ঋণের অনুপাত হবে ৫০:৫০। ভোক্তা ঋণ নীতিমালার আলোকে এ ঋণ দিতে হবে। ভোক্তা ঋণ নীতিমালায় গৃহায়ন খাতে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা ঋণ দেওয়া যায়।

এতে আরও বলা হয়, প্রবাসীর সঞ্চয়ী হিসাব থেকে ঋণের অর্থ পরিশোধ করা যাবে। ব্যাংক ঋণ দেওয়ার আগে ঋণের কিস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রেরিত রেমিট্যান্স এবং বাড়িভাড়ার বিষয়টি বিবেচনা করতে হবে ব্যাংকগুলোকে। তার অন্য কোনো আয়ের উৎস থাকলেও তা বিবেচনা করতে হবে। এ ছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রচলিত সব নিয়ম যথাযথভাবে মানতে বলা হয়েছে। প্রয়োজনে প্রবাসী ঋণের জন্য ব্যাংকগুলোকে একটি নিজস্ব নীতিমালা করার নির্দেশনা দেওয়া হয়ছে।favicon

Sharing is caring!

Leave a Comment