বাংলাদেশে ডাচ রানী

বাংলাদেশে ডাচ রানী

নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় তিন দিনের সফরে এসেছেন ডাচ রানী ম্যাক্সিমা জরেইয়েতা সেরুতি। আজ মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডাচ রানীর বাংলাদেশ সফরের অন্যতম উদ্দেশ্য হল জাতিসংঘ মহাসচিব বান কি মুনের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সচেতনতা বাড়ানো। তাঁর এ সফরকে কেন্দ্র করে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিন দিনের এই সফরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। favicon

Sharing is caring!

Leave a Comment