১ জুন থেকে বাজেট অধিবেশন শুরু

১ জুন থেকে বাজেট অধিবেশন শুরু

  • নিউজ ডেস্ক

দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শরু হবে ১ জুন। এদিন বিকেল ৫টায় শুরু হবে বাজেট অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। ১৫ মে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২ জুন বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট পেশের পর এ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করা হবে। favicon59

Sharing is caring!

Leave a Comment