সরকারি চাকরিতে আবেদন ফি থাকছেই

সরকারি চাকরিতে আবেদন ফি থাকছেই

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার ফি কমানো ও ফি গ্রহণের সিদ্ধান্ত বাতিলের ক্ষেত্রে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

আজ (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সাংসদ এস এম মোস্তফা রশিদীর (খুলনা-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সৈয়দ আশরাফ বলেন, সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কাছে থেকে পে-অর্ডার/চালান/পোস্টাল অর্ডার নেওয়ার বিধান রয়েছে। কেবল বিসিএস পরীক্ষার ক্ষেত্রে ‘অনগ্রসর নাগরিক’ ছাড়া সব প্রার্থীর জন্য অফেরতযোগ্য সাতশো এবং একশো টাকা নেওয়া হয়। এছাড়াও ১৩-১৭ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের জন্য অফেরতযোগ্য একশো টাকা এবং ১৮-২০ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অফেরতযোগ্য ৫০ টাকা ফি নেওয়া হয়ে থাকে।

নিয়োগ পরীক্ষার ব্যয় নির্বাহের জন্য স্বল্প পরিমাণ ফি আদায় করা হয়ে থাকে। তাই ফি কমানোর ক্ষেত্রে আপাতত কোনো পরিকল্পনা নেই, জানান মন্ত্রী।favicon59

Sharing is caring!

Leave a Comment