শিক্ষাখাতে  ১৬ ভাগ বাজেটের দাবি

শিক্ষাখাতে ১৬ ভাগ বাজেটের দাবি

  • নিউজ ডেস্ক

শিক্ষা খাতে ১৬ ভাগ বাজেট দাবি করেছে ‘শিক্ষা বাঁচাও আন্দোলন’ কমিটি। এই দাবি নিয়ে তারা অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দেয়। এই প্রতিনিধি দলে উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, ছাত্র ইউনিয়ন সভাপতি লাকি আক্তার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম ছিলেন।

দাবির বিষয়ে লাকী আক্তার বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়তে এবং সামাজিক অবস্থার কাঙিক্ষত পরিবর্তন করতে সরকারকে আগামী ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় বাজেটের ১৬ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দিতে হবে।

তারাও এটাও দাবি করে যে ২০১৭-১৮ অর্থবছর থেকে শিক্ষা খাতে বরাদ্দ ৩ শতাংশ করে বাড়িয়ে ২০১৯-২০ অর্থবছরের মধ্যে ২৫ ভাগ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি জমা দেওয়ার আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষা খাতে বিকল্প বাজেট দাবিতে সমাবেশ করে শিক্ষা বাঁচাও আন্দোলন। favicon59

Sharing is caring!

Leave a Comment