প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় আজ (১৩ ডিসেম্বর) শেষ হচ্ছে। কাল প্রার্থীদের মধ্যে চূড়ান্ত প্রতীক বরাদ্দ করা হবে। ইতিমধ্যে নির্বাচনী প্রচার শুরু হয়েছে। তবে প্রতীক ছাড়া প্রচার ও গণসংযোগে তেমন গতি লক্ষ্য করা যায়নি। বিধি অনুসারে ৯ ডিসেম্বর থেকে প্রচারের সুযোগ পেয়েছেন প্রার্থীরা।

এদিকে নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি লঙ্ঘন রোধে প্রতিটি পৌরসভায় আজ থেকে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এদিকে, ইসি-সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির মেয়র প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেছেন যে, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে তাদের ওপরে চাপ দেওয়া হচ্ছে। নির্বিঘ্নে প্রচার চালাতেও তাদের বাধা দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, এ ধরনের অভিযোগ কমিশনের দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গেই তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। দু’একটি স্থানে সত্যতা পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এবার নির্বাচনে মোট ৯৭০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২৩৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। গত বুধবার কমিশনের সভায় ২৩৪ পৌরসভায় ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার প্রায় এক হাজার ২০০ নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ-সংক্রান্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং হাইকোর্ট বিভাগের পরামর্শ নিয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন ইসির আইন শাখার উপসচিব মহসিনুল হক।

এবারের নির্বাচনে সাড়ে তিন হাজার কেন্দ্রে ভোট নেওয়া হবে। এতে পুরুষ ভোটারের সংখ্যা ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০। ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় মেয়র পদে ২৩৪, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৯৫২ জনকে সরাসরি ভোটে নির্বাচিত করবেন ভোটাররা। ভোট গ্রহণ পরিচালনায় থাকবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।favicon5

Sharing is caring!

Leave a Comment