বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

নিউজ ডেস্ক : আম বয়ানের মধ্যে দিয়ে শুক্রবার বাদ ফজর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ ধাপে রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আম বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বাংলায় তর্জমা করেন মাওলানা দেলোয়ার হোসেন।

দ্বিতীয় ধাপে যোগ দিতে বুধবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা তুরাগ তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এ বছর দেশের ৩২ জেলার মুসল্লিদের ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তুরাগ তীরে তাবলীগ জামাতের উদ্যোগে প্রতি বছর এ ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশ-বিশেদের ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৭ জানুয়ারি রোববার শেষ হবে এবারের ৫১তম বিশ্ব ইজতেমা। গত ৮ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১০ জানুয়ারি তা শেষ হয়। favicon5

Sharing is caring!

Leave a Comment