‘দেশ ‍জুড়ে সিসি ক্যামেরা বসানো হবে’

‘দেশ ‍জুড়ে সিসি ক্যামেরা বসানো হবে’

নিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এবং দেশের মানুষের জান-মালের শতভাগ নিরাপত্তা দিতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।  তাই কঠোর নিরাপত্তার খাতিরে রাজধানীসহ দেশের ৩২১ টি পৌরসভা ও ৪৮৭ টি উপজেলা সদরে সিসি-টিভি ক্যামেরা স্থাপন করা হবে।

আজ (২৪ জানুারি) সকাল সাড়ে নয়টায় নাটোরের সিংড়া উপজেলা হলরুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ও তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে পাঁচ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সাত বছর আগে যার সংখ্যা ছিল মাত্র ১০ লাখ। তাছাড়া ২৫ হাজার সরকারি পোর্টালের মাধ্যমে দেশের তৃণমূল থেকেই সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা পাচ্ছে। এছাড়াও দেশে প্রায় পাঁচ লাখ ফ্রিল্যান্সার রয়েছে যারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে বিদেশ থেকে বাৎসরিক ৫০ মিলিয়ন ডলার আয় করছে। যা দেশের প্রবৃদ্ধি বাড়াচ্ছে।’

সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলা ভূমি অফিসের ওয়েব পোর্টালের উদ্বোধন ও উপজেলার ৪৬ জন ভূমিহীন দুস্থ্য ও গরীবের মাঝে ৪.৪৯ একর খাস জমির দলিল হস্তান্তর করেন।favicon594

Sharing is caring!

Leave a Comment