উদ্ভাবনী মেলায় সাড়া ফেলেছে ‘সায়েন্স কিট বক্স’

উদ্ভাবনী মেলায় সাড়া ফেলেছে ‘সায়েন্স কিট বক্স’

সজীব হোসাইন, রংপুর : ‘সায়েন্স কিট বক্স’ তৈরি করে রংপুর ডিজিটাল উদ্ভাবনী মেলায় ব্যাপক সাড়া ফেলেছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। স্টলে প্রতিদিন দেখা গেছে বিজ্ঞান উৎসুকদের উপচে পড়া ভিড়। এর মধ্যে রয়েছে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং তাঁদের অভিবাবক। বাদ পড়ছে না মেলায় ঘুরতে আসা বিজ্ঞান মনস্করাও।

গতকাল (২৯ জানুয়ারি) ছিল তিন দিনব্যাপী এ মেলার শেষ দিন। এদিন উৎসুক বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর এবং হাতেকলমে বিজ্ঞানের কঠিন অধ্যায় সমাধান করতে দেখা যায় দশম শ্রেণির ছাত্র স্বনন, রাহুল ও একাদশ শ্রেণির ছাত্র মোস্তাকিম হোসেন আবির, রেজওয়ানুল হক এবং সাদমান সিফাতকে।

বাড়িতে ফেলে রাখা পানির বোতল, ছোট পাইপ, সাবান, লেবু ও লিটমাস পেপারের মাধ্যমে প্রমাণ করে দেখানো হয়েছে নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রমাণ, ম্যানোমিটারের সাহায্যে আর্কিমিডিসের পানির চাপ নির্ণয়, পাইপের মাধ্যমে বোতল ও পলিথিন দিয়ে ফুসফুসের কার্যপ্রণালী, দর্শনাভূতির স্থায়িত্বকালের প্রমাণ ও লিটমাস পেপারের সাহায্যে অম্ল, ক্ষার এবং পানির নিরপেক্ষতা সনাক্তকরণ খুব সহজে করে দেখিয়েছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

কথা বললে স্টলে উপস্থিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মোক্তাদুল হোসেন দি প্রমিনেন্টকে বলেন, ‘সঠিকভাবে বিজ্ঞান শিক্ষা দিতে পারি না বলে শিক্ষার্থীরা ধীরে ধীরে বিজ্ঞান বিমুখ হয়ে যায়। তাদেরকে বিজ্ঞানমুখী করার জন্য সবার আগে প্রয়োজন হাতেকলমে বিজ্ঞান শিক্ষা।’

তিনি দেশের স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ভয় দূর করতে সামান্য ব্যায়ে এই সায়েন্স কিট বক্স ব্যবহারেও শিক্ষকদের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৭, ২৮ এবং ২৯ জানুয়ারি রংপুর জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।favicon59

Sharing is caring!

Leave a Comment