বাবুলের মৃত্যু; পাঁচ পুলিশ সাময়িক বরখাস্ত

বাবুলের মৃত্যু; পাঁচ পুলিশ সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক : আগুনে দগ্ধ চা বিক্রেতা বাবুল মাতব্বরের (৪৫) মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহ আলী থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিন কর্মকর্তাসহ ৫ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। সাময়িক বরখাস্তে হওয়া পাঁচ পুলিশ সদস্য হচ্ছেন উপ-পরিদর্শক মোমিনুর রহমান খান, শ্রীধাম চন্দ্র হাওলাদার ও নিয়াজ উদ্দিন মোল্লা, সহকারী উপ পরিদর্শক দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিম উদ্দিন।এদের মধ্যে শ্রীধাম ছাড়া অন্য চারজনকে বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়।

এ ঘটনা তদন্তে পুলিশের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদ আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস) ও সহকারী কমিশনার মাহবুব হোসেন। চাঁদা না দেওয়ায় বুধবার রাতে বাবুলের ফুটপাতের চায়ের দোকানে হামলা চালায় পুলিশ। কেরোসিনের চুলায় লাঠি দিয়ে বাড়ি দিলে আগুন ধরে যায় বাবুলের শরীরে।

রাজধানীর শাহআলী থানার মিরপুর-১ বেড়িবাঁধ কিংশুক সমিতির গেটের সামনে বুধবার রাতে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় চা দোকানি বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস পরিবর্তন ডটকমকে জানান, বাবুল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মারা যান। favicon59

Sharing is caring!

Leave a Comment