রংপুরে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রংপুরে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • সজীব হোসাইন, রংপুর

কলেজশিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে রংপুরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল(২৮ মার্চ)বিকেল ৫টায় এক ফেসবুক ইভেন্টের মাধ্যমে রংপুরের বিভিন্ন স্তরের মানুষ রংপুর প্রেস ক্লাবে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই রংপুর, আড্ডা, নগর সন্তান কমিটি, গ্রিন সিটি, বাঁধন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের আয়োজনে সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নিয়ে তনু হত্যার দ্রুত বিচার দাবি করেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সারা দেশ তনু হত্যার বিচারের দাবিতে যখন উত্তাল তখন এ ব্যাপারে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা বলেন, কুমিল্লা সেনানিবাস এলাকায় যদি সরকার তনুকে সুরক্ষা দিতে না পারে তবে কীভাবে দেশের মানুষকে সুরক্ষা দিবে। তাই কর্মসূচিতে বক্তারা দ্রুত তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকার দ্রুত বিচার নিশ্চিত না করতে পারলে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুমকি দেন বক্তারা।favicon59

Sharing is caring!

Leave a Comment