সমাজ সেবায় শেরে বাংলা সম্মাননা পদক পেল সাস

সমাজ সেবায় শেরে বাংলা সম্মাননা পদক পেল সাস

  • নিউজ ডেস্ক

সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’কে  শেরে-বাংলা সম্মাননা পদক ২০১৬ প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা পদক প্রদান করা হয়। সাস-এর পক্ষ থেকে এই পদক গ্রহণ করেন সাস-এর  পরিচালক শেখ ইমান আলী। আর অনুষ্ঠানটি আয়োজন করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ।

উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা এবং প্রাক্তন তথ্য সচিব  সৈয়দ মার্গুব মোর্শেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আর অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন।

এছাড়াও অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম এমপি, কাজী রোজী এমপি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি ও প্রতিষ্ঠাতা প্রফেসর গোলাম মওলা, অর্থ মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা ইউসুফ হারুন।favicon59

 

Sharing is caring!

Leave a Comment