চট্টগ্রামে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন

চট্টগ্রামে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন

  • জোবায়ের চৌধুরী, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে এবং বিএমএ চট্টগ্রাম শাখা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সহযোগিতায় বন্দরনগরীতে প্রথমবারের মত অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন।

গতকাল ( ৬ এপ্রিল) নগরীর পাচতারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং এর বে-ভিউতে অনুষ্ঠিত হয় এ দিনব্যাপী সম্মেলন। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ সম্মেলন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

সারা দেশ থেকে প্রায় সাড়ে চারশতাধিক চিকিৎসক অংশ নেয়া এ সম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। এছাড়াও দেশ-বিদেশের প্রায় ২০ জনেরও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। ৫টি সেশনে বিভক্ত এই সম্মেলনের আলোচনায় অংশ নেন অধ্যাপক এম শরিফুল আলম, অধ্যাপক শেখ গোলাম মোস্তফা,অধ্যাপক কামরুজামান,অধ্যাপক ডাঃ মোফাজ্জল হোসেন,অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন,ব্রিগঃ জেঃ মোঃ আজিজুল ইসলাম সহ দেশের শীর্ষস্থানীয় ক্যান্সার বিশেষজ্ঞগণ। আর পুরো সম্মেলনটি সঞ্চালনায় ছিলেন ডাঃ আব্দুল আউয়াল,ডাঃ তাপস মিত্র,ডাঃ সাদিয়া,ডাঃ নুর হোসেন এবং ডাঃ  আলী আসগর এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিল চট্টগ্রাম-এর প্রতিষ্ঠান ‘’লীড ইভেন্টজ’’ ।

সম্মেলন সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোখলেস উদ্দিন ও সাধারন সম্পাদক ডাঃ সাজ্জাদ মোহাম্মদ ইউসুফের সার্বিক তত্বাবধানে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিএমএ সভাপতি ডাঃ মুজিবুল হক খান, সাধারন সম্পাদক ডাঃ মোহাম্মদ শরীফ ,যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ ফয়সল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ডাঃ বিশ্বজিৎ দত্ত সহ চট্টগ্রামের শীর্ষস্থানীয় চিকিৎসকমন্ডলী।

সম্মেলনে অংশ নেয়া চিকিৎসকরা মনে করেন, চট্টগ্রাম তথা বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় এই সম্মেলন একটা মাইলফলক হয়ে থাকবে এই সম্মেলন। ক্যান্সার চিকিৎসার আধুনিকীকরণ এর পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির উপর এই সম্মেলনে বিশেষ গুরুত্বআরোপ করা হয়। favicon59

Sharing is caring!

Leave a Comment