নতুন ২৫০ বগি যুক্ত করছে বাংলাদেশ রেলওয়ে

নতুন ২৫০ বগি যুক্ত করছে বাংলাদেশ রেলওয়ে

নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ে তাদের সেবার মান উন্নয়নের জন্য ২৫০টি যাত্রীবাহী বগি সংগ্রহ করবে। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে এক হাজার ৩৭৪ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। এটি রেলওয়েকে আধুনিকায়ন ও পুরনো বগি পরিবর্তনের একটি অংশ। সংবাদ: বাসস

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে। রেলওয়ে রোলিং স্টক প্রজেক্টের চুক্তির আওতায় এডিবি ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে।’

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প প্রোফর্মা (ডিপিপি) অনুযায়ী ব্রডগেজের জন্য সংগ্রহ করা হবে ৫০টি বগি এবং মিটার গেজের জন্য ২০০ বগি সংগ্রহ করা হবে। এছাড়া সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রেলওয়ের জন্য এক হাজার ১২০টি নতুন বগি সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বর্তমানে মিটার গেজের জন্য এক হাজার ১৬৫টি বগি রয়েছে। এর মধ্যে ৪৫৬টির বয়স ৩৫ বছরের বেশি। ৩১-৩৪ বছরের রয়েছে ১৩৫টি। নিয়ম অনুযায়ী ৩৫ বছরের বেশি কোনো বগি ব্যবহার ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ব্রডগেজের বগি সংখ্যা এখন ৩২৫টি। এর মধ্যে ৭৮টির বয়স পার হয়ে গেছে। favicon

Sharing is caring!

Leave a Comment