নারায়ণগঞ্জে ৮জনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ৮জনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ডাকাত’ সন্দেহে আট জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি চালের আড়তে ‘ডাকাতি চেষ্টার পর’ তাদেরকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

আজ (১০ ডিসেম্বর) ভোরে উপজেলার পুরিন্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। জনতার হাতে আটক সন্দেহভাজন আরেক ডাকাত সদস্যকে থানায় নেওয়া হয়েছে।

তবে নিহত কারও নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয়দের বরাত দিয়ে এএসপি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ‘একদল ডাকাত’ পুরিন্দাবাজারের দুই নৈশপ্রহরীকে বেঁধে ব্যবসায়ী এম এ গফুর ভূঁইয়ার ‘ভাই ভাই স্টোরের’ তালা ভেঙে চালের বস্তা ট্রাকে তুলতে থাকে। এক পর্যায়ে এক নৈশ প্রহরী পালিয়ে স্থানীয়দের খবর দিলে এলাকার লোকজন পুরিন্দা বাজার জামে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। তখন জনতা এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে এবং তাদের পিটুনিতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

বাজারের নিরাপত্তা প্রহরী জামান জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাকে করে এসে কয়েকজন বলে,  ভাই ভাই দোকানের চাল এসেছে, তাদের সাহায্য করতে হবে।

এক পর্যায়ে ডাকাতরা গলার মাফলার ও রশি দিয়ে তাকে এবং আরেক নিরাপত্তা প্রহরী মোতালবকে বেঁধে ফেলে এবং আড়তের তালা ভেঙে ট্রাকে চাল তোলা শুরু করে।

পরে ‘কৌশলে’ হাত-পায়ের বাঁধন খুলে জামানই এলাকাবাসীকে খবর দেন।

সকালে ঘটনাস্থলে গিয়ে ওই আড়তের পাশেই কাচ ভাঙা অবস্থায় অর্ধেক বোঝাই ট্রাকটি দাঁড় করিয়ে রাখা অবস্থায় দেখা যায়।

ডাকাতি ও গণপিটুনির খবর পেয়ে সকালে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ওই আড়ত ও আশেপাশে ভিড় করে।

স্থানীয় এক বাসিন্দা জানান, জনতা ধাওয়া দিলে তিন ‘ডাকাত’ বাজারের পাশের পুকুরে পড়ে যায়। সেখান থেকে তুলে তাদের পিটিয়ে মারা হয়। বাকিরা বাজারের পাশে ও কাছের একটি কিন্ডার গার্টেন স্কুলের সামনে গণপিটুনির শিকার হয়।

আরও লাশ আশপাশের ডোবায় পড়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ। তবে ‘ডাকাতরা’ ঠিক কতজন ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আড়ত মালিক গফুর বলেন, ভোর সাড়ে ৫টার দিকে আমারে ফোন দিয়া কইল দোকানের তালা ভাইঙ্গা ডাকাতি হইতেছে। আমি নামাজ পইড়া আইসা দেখি এই অবস্থা।

সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম বলেন, আটক সন্দেহভাজন ডাকাত সদস্য আমাদের বলেছে, তারা পেশাদার ডাকাত। ময়মনসিংহ এলাকায় ডাকাতি করে। ওই ট্রাক তারা এনেছে ঢাকা থেকে।favicon5

Sharing is caring!

Leave a Comment