ফ্রিল্যান্সারদের পাশে থাকবে ড্যাফোডিল

ফ্রিল্যান্সারদের পাশে থাকবে ড্যাফোডিল

নিউজ ডেস্ক : দেশে ক্রমশ ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে, এই ক্রমবর্ধমান পেশাজীবীদের জন্য ভেনচার ক্যাপিটাল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান।  তিনি বলেন, ‘ফ্রিল্যান্সারদের যেকোনো সমস্যা সমাধানে ড্যাফোডিল গ্রুপ তাদের পাশে থাকবে।’

গত ৮ জানুয়ারি রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক ফ্রিল্যান্সার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে সফটওয়্যার, মোবাইল অ্যাপস, অনলাইন ব্লগিং ও কন্টেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব এপ্লিকেশন, এসইও ও অনলাইন মার্কেটিং, ফিমেল আউটসোর্সিং প্রফেশনাল, ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং প্রফেশনাল, স্টার্টআপ কোম্পানি, আউটসোর্সিং প্রতিষ্ঠান, ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এন্টাপ্রেনারসহ বিভিন্ন ক্যাটাগরিতে সফল ২০ জন ফ্রিল্যান্সারকে পুরষ্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে শতাধিক সফল উদ্যেক্তা ও ফ্রিল্যান্সার অংশ নেন। তারা নিজেদের মধ্যে পেশাকালীন বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।favicon5

Sharing is caring!

Leave a Comment