শৈত্যপ্রবাহ হাড় কাঁপাবে আরও ২ দিন
নিউজ ডেস্ক : টাঙ্গাইল, শ্রীমঙ্গল, যশোর, চুয়াডাঙ্গা ও কুমারখালী অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে এটি পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা বলা হয়েছে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য ̈পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে অধিদফতর।
		
 
	                
	                	
	            
 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	