বাংলাদেশি শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

বাংলাদেশি শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত কিছু বাংলাদেশির বিরুদ্ধে  শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল (২৯ জানুয়ারি)যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের সহকারী মহাসচিব অ্যান্থনি ব্যানবেরি এমন তথ্য জানিয়েছেন। সংবাদ : রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ১২ শিশু বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজার, মরক্কো, সেনেগালসহ  ইউরোপের কিছু দেশের সেনাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে।

অপরদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘ প্রথমবারের মতো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শিশুদের যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন শান্তিরক্ষীদের জাতীয়তা প্রকাশ করেছে। এই দেশগুলোর মধ্যে রয়েছে  বাংলাদেশ, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজার ও সেনেগাল।

নিউইয়র্কের ওই সংবাদ সম্মেলনে জাতিসংঘের কর্মকর্তা অ্যান্থনি কান্নাজড়িত কণ্ঠে যৌন নির্যাতনের অভিযোগগুলো প্রকাশ করেন। তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় সম্ভাব্য সব কিছুই করা হচ্ছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ এবং ইউরোপীয় শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ আছে। এসব অভিযোগ নিয়ে বিপাকে পড়েছে জাতিসংঘ।

গত মাসে যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়াকে মারাত্মক ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যা দেয় স্বাধীন একটি প্যানেল।favicon59

Sharing is caring!

Leave a Comment