বিভিসিএল ও প্রোটিনার মধ্যে চুক্তি স্বাক্ষর
নিউজ ডেস্ক : বেকারী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রোটিনা হোমমেড প্লাস ও বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের (বিভিসিএল) মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (৩ মার্চ) রাজধানীর শুক্রাবাদে বিভিসিএলের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিভিসিএলের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, ‘প্রোটিনা হোমমেড প্লাস কঠোরভাবে পণ্যের মান নিয়ন্ত্রণ করে। এরা খাদ্যপণ্যের সঙ্গে ক্ষতিকারক প্রিজারভেটিভ ও রঙ মেশায় না। সঙ্গত কারণে প্রতিষ্ঠানটির উন্নয়নে আমরা সব ধরনের সহায়তা দিতে সম্মত হয়েছি।’
সহযোগিতার জন্য বিভিসিএলকে ধন্যবাদ জানিয়ে প্রোটিনা হোমমেড প্লাসের কর্ণধার মাসুদা ইসলাম বলেন, ‘আমরা ভোক্তার মুখে ভেজালবিহীন নিরাপদ বেকারী পণ্য তুলে দিতে চাই। তাই কঠোরভাবে প্রতিটি পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয়।’
এ চুক্তির আওতায় খুব শিগগির ডায়াবেটিক বিস্কুট, সলটেজ বিস্কুট ও গর্ভবতী নারীর জন্য বিশেষ স্বাস্থ্যবান্ধব বিস্কুট দেশের সুপারস্টোরগুলোতে সরবরাহ করা হবে জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক আবু তাহের খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিসিএলের সেক্রেটারি মো. জহির উদ্দিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধক্ষ হামিদুল হক খান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. বেলাল হোসাইন, প্রভাষক সাবিহা মতিন বিপাশা, বিভিসিএলের আইনী পরামর্শক এএইচএম আশরাফুল ইসলাম এবং বিভিসিএলের সমন্বয়ক রাশেদুল ইসলাম।
উল্লেখ্য, উদ্যেক্তাদের উন্নয়নে ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল)। ইতিমধ্যে বিভিন্ন খাতের ৬টি ভেঞ্চার প্রকল্পকে সহযোগিতা করছে বিভিসিএল।