সিএমপিতে ৪ দিনের বিশেষ অভিযান

সিএমপিতে ৪ দিনের বিশেষ অভিযান

  • জোবায়ের চৌধুরী,চট্টগ্রাম

থানা ভিত্তিক পুলিশের কর্মদক্ষতা নির্ণয়ের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপিতে) এলাকায় চলছে চারদিনের বিশেষ পুলিশি অভিযান। থানা ভিত্তিক ও ব্যক্তিগত কর্মদক্ষতার ভিত্তিতে কাজের মূল্যায়ন করে পুরস্কারের পাশাপাশি তিরস্কারের ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছিলেন সিএমপির নতুন কমিশনার ইকবাল বাহার। আর এ ঘোষণার প্রেক্ষিতেই এ বিশেষ অভিযান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া চারদিনের এই অভিযান শেষ হয় আজ (১ মে) সকালে।

সিএমপি সূত্রে জানা যায়, প্রথম তিন দিনের চলা এ অভিযানে পরোয়ানাভূক্ত, মাদক, নাশকতা ও অন্যান্য মামলার ৩২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ থানার পুলিশ। বিশেষ অভিযান পরিচালনায় প্রত্যেক থানায় জনসংখ্যা ও এলাকাভেদে গঠন করা হয়েছে বিশেষ অভিযান টিম।  থানাগুলোতে প্রয়োজনের ভিত্তিতে  তিনটি শুরু করে দশটি টিমও গঠন করা হয়।

বিশেষ এই অভিযানে গত ২৮ এপ্রিল ৬১ জন, ২৯ এপ্রিল ১২১জন ও ৩০ এপ্রিল সকাল পর্যন্ত ১৪২ জন বিভিন্ন মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক, অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। সিএমপির ১৬ থানার মধ্যে বেশি আসামি গ্রেপ্তার রয়েছে কোতোয়ালী থানায়।

সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য জানান, গত ২৮ এপ্রিল থেকে ১ মে সকাল পর্যন্ত টানা চারদিনের বিশেষ অভিযান পরিচালনা করেছে ১৬ থানা পুলিশ।  এ অভিযানে পরোয়ানাভূক্ত, মাদক, নাশকতা ও অন্যান্য মামলার ৩২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির নবাগত কমিশনার ইকবাল বাহারের নির্দেশেই এ অভিযান পরিচালনা করা হয় বলেও তিনি জানান।favicon59

Sharing is caring!

Leave a Comment