পদত্যাগ করলেন শমসের মবিন

পদত্যাগ করলেন শমসের মবিন

নিউজ ডেস্ক: বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির প্রবীণ নেতা শমসের মবিন চৌধুরী। তিনি দলটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে লেখা চিঠিতে এই অবসর নেওয়ার ঘোষণা দেন।

গত রাতে বিএনপির দলীয় চেয়ারপারসন বরাবর চিঠিটি পাঠান শমসের মবিন। চিঠি দেওয়ার দিন থেকে তিনি আর বিএনপির কোনো পদে থাকছেন না বলেও উল্লেখ করেন।

শমসের মবিন চৌধুরী প্রথমে সেনাবাহিনীতে এবং পরে সেখান থেকে পররাষ্ট্র দপ্তরে নিয়োগ পান। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। বিএনপি ক্ষমতায় থাকাকালিন তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া কূটনীতিক হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতও ছিলেন। ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হন। ২০০৯ সালে বিএনপির কাউন্সিলে তিনি দলের সহসভাপতি হন। favicon

Sharing is caring!

Leave a Comment