পৌর নির্বাচন পেছানোর দাবি

পৌর নির্বাচন পেছানোর দাবি

নিউজ ডেস্ক: আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে এ নির্বাচনকে ১৫ দিন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি একই সঙ্গে এ নির্বাচন ১৫ দিন পিছিয়ে নতুন করে তফসিল ঘোষণার দাবি জানান। বিএনপির এই নেতা দলটির নেতাকর্মীদের ‘গণগ্রেফতার’ বন্ধ ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিরও দাবি জানান।

এছাড়া আসাদুজ্জামান রিপন বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। রিটার্নিং অফিসার নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা সঙ্কটের যে কথা বলা হয়েছে সেটা আমাদের কাছে, জনগণের কাছে এবং গণমাধ্যমের কাছে মোটেও পরিষ্কার নয়।

তিনি বলেন, আমরা জানি নির্বাচন কমিশনে যথেষ্ট লোকবল রয়েছে। আর নির্বাচন কমিশনের লোকবল থাকা সত্ত্বেও প্রশাসনিক ক্যাডার ব্যবহার করার বিষয়টি প্রশ্নবিদ্ধ। নির্বাচন প্রক্রিয়াটি আসলে কে নিয়ন্ত্রণ করবে? প্রশাসন নাকি কমিশন?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমানসহ অন্যরা। favicon

Sharing is caring!

Leave a Comment