খোলা চিঠি প্রধানমন্ত্রীর কাছে
- মেহেদী সম্রাট
মাননীয় প্রধানমন্ত্রী
শুভেচ্ছা নিন। সাম্প্রতিক কালে পত্রিকার পাতায় প্রায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নারী নির্যাতনের রোমহর্ষক ঘটনা। সমাজে নারীরা বিভিন্ন ভাবেই নির্যাতিত হয়ে থাকে। কখনো শারীরিক, কখনো মানসিক ভাবে। এই নির্যাতনের সব থেকে ঘৃণ্য এবং বিভৎস পন্থাটি হচ্ছে ধর্ষণ।
মানুষের আকার ও রূপ ধারনকারী হিংস্র পিশাচদের লোলুপ দৃষ্টি ও বিকৃত কামবাসনার নির্মম বলি হতে হয় নারীকে। সম্প্রতি এরকম কয়েকটি নারকীয় ধর্ষণের ঘটনা সারা দেশবাসীর অন্তরে নাড়া দিয়েছে। যার একটি কুমিল্লা ক্যান্টনমেন্টে সম্প্রতি ‘তণু’র ক্ষেত্রে ঘটে যাওয়া ঘটনা।
একজন নারী আমার মা, আমার বোন কিংবা জীবন সঙ্গীনি। সমাজ কিংবা ব্যক্তিজীবনেও একজন নারীর রূপ বা অবস্থান বহুমাত্রিক। আমি পুরুষ, সেই আমার জন্মও একজন নারীর গর্ভে। সামাজিক উন্নয়ন বা রাষ্ট্রীয় উন্নতির অগ্রযাত্রায় নারী পুরুষের অর্ধাঙ্গী। তবুও বিশ্ববব্যাপি পুরুষের তুলনায় নারীরাই বেশি নিগৃহীত ও নির্যাতিত হচ্ছে। কিন্তু কেনো? এই অবস্থা থেকে উত্তরণের দায়িত্ব কার। সমাজের? দেশের? সরকারের? নাকি রাষ্ট্রপরিচালনায় অংশগ্রহণ কারীদের? আমি মনে করি তাদের যেমন দায়িত্ব আছে, তেমনি আমি কিংবা আপনিও এর দায় এড়াতে পারিনা। কারণ আপনি, আমি, সমাজপতি, রাষ্ট্রপ্রধান এবং ওই ধর্ষক প্রত্যেকেই জন্মেছি এক একজন মহীয়সী নারীর গর্ভে। পৃথিবীর আলো বাতাসে বেড়ে উঠেছি একজন নিঃস্বার্থ মমতাময়ী নারীর পরিচর্যায়। তাই শুধু রাষ্ট্রপরিচালক বা সমাজপতিদের উপর দায়ভার চাপিয়ে আপনি-আমি দায়মুক্ত হতে পারি না। প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। নারীকে ভোগ্যবস্তু নয়, মানুষ ভাবতে হবে। নৈতিকতার শিক্ষা অর্জন করতে হবে।
প্রতিটি ধর্ম নারীকে সম্মান দিয়েছে। বেগম রোকেয়া, সুফিয়া কামাল নারী জাগরণের উন্মেষ ঘটিয়েছিলেন। রবিঠাকুর, নজরুলের সৃষ্টিতেও নারীরা রয়েছে উচ্চাসনে। তাই সর্বপ্রথম আমার বোনদেরকেও জেগে উঠতে হবে। সাহসী, মার্জিত ও পর্দানশীন হতে হবে। নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। কিছুদিন আগে ইরানে মৃত্যুদণ্ডে নিহত তরুণী রেহানা জাব্বারীর মতো শক্ত হাতে মোকাবেলা করতে হবে সকল অপশক্তিকে। তবেই সত্যিকার অর্থে জয় হবে নারীর। জয় হবে মানবতার। নিশ্চিত হবে নিরাপত্তা।
এতকিছু জেনেও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছেই করজোরে মিনতি করছি, প্লিজ আপনি ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিন। আমার বোন তনুর হত্যাকারীদের ধরুন, বিচার করুন। ওইসব নর পিশাচদের হাত থেকে আমার বোনদের বাঁচান। আমি আপনার কাছে আমার বোনেদের নিরাপত্তা চাই।