অধ্যাপক বিল অ্যাশক্রফট এখন ঢাকায়
- ক্যাম্পাস ডেস্ক
উত্তর ঔপনিবেশিক সাহিত্যতত্ত্বের পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক বিল অ্যাশক্রফট এখন ঢাকায়। ‘ঔপনিবেশিকতা-উত্তর : বৈশ্বিক দক্ষিণাঞ্চলের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন যোগ দিতে তিনি ঢাকায় এসেছেন। সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া দুই দিনের এ সম্মেলনে সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক গবেষক তাঁদের নিজ নিজ গবেষণাপত্র উপস্থাপন করেন। শুধু তাই নয়, এ সম্মেলনে যোগ দিয়েছেন কলকাতার নেতাজি সুভাষ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিমাদ্রি লাহিড়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম, অধ্যাপক নিয়াজ জামান, অধ্যাপক এ.এম.এম হামিদুর রহামান ও অধ্যাপক কায়সার হকসহ আরও অনেকে।
প্রসঙ্গত, অধ্যাপক বিল অ্যাশক্রফট দি এম্পায়ার রাইটস ব্যাক (১৮৮৯) সহ আরও অসংখ্য বিশ্ববিখ্যাত গ্রন্থের লেখক এবং উত্তর ঔপনিবেশিক সাহিত্যতত্ত্বের একজন প্রবাদপ্রতিম তাত্ত্বিক। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ইংলিশ অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের একজন ইমেরিটাস অধ্যাপক। অন্যজন অধাপক ড. ফকরুল আলম সমসাময়িক বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, লেখক ও অনুবাদক। অসামান্য অনুবাদ-দক্ষতার জন্য ২০১২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত হন। ইম্পেরিয়াল এন্টাঙ্গেলমেন্টস অ্যান্ড লিটারেচার ইন ইংলিশ (২০০৭) তাঁর একটি বিখ্যাত গ্রন্থ।