ভারতের অ্যাডামস বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিলেন ড. মো. সবুর খান

ভারতের অ্যাডামস বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিলেন ড. মো. সবুর খান

  • সংবাদ ডেস্ক

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের অ্যাডামস বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বাংলাদেশের বিজয় উদযাপন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। গত ১৬ই ডিসেম্বর জুম প্ল্যাটফর্মে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন অ্যাডামস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. দিপেন্দ্র কুমার ঝাঁ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্সের ডিন প্রফেসর ড. নবীন দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালা, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডামস ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক অদ্রিজা চট্টোপাধ্যায় ও অমল শংকর মুখার্জি।

ড. মো. সবুর খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের সমর্থন ও সহযোগিতা ছিল অবিস্মরণীয়। সে সময় লাখ লাখ বাঙালি শরনার্থীকে খাদ্য ও আশ্রয় দিয়েছিল ভারত সরকার। ভারতের এই সহযোগিতার কথা বাংলাদেশের মানুষ আজীবন কৃতজ্ঞতাভরে স্মরণ করবে বলে মন্তব্য করেন তিনি। ৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন দুঃসময়ে বাংলাদেশের পাশে ছিল ভারত। এখনো ভারত ও বাংলাদেশ পাশাপাশিই রয়েছে। তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট রয়েছে। ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সহ নানা বিষয়ে দুটি দেশ পরস্পরকে সহযোগিতা ও বন্ধুত্বের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অ্যাডামস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

Sharing is caring!

Leave a Comment