আন্তর্জাতিক সেমিনারে ড. মো. সবুর খানের মূল প্রবন্ধ উপস্থাপন
- সংবাদ ডেস্ক
দুইটি আন্তর্জাতিক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। সম্প্রতি ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত ‘২য় এশিয়ান শিক্ষক কর্মশালা ২০২১’ এ মূল বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি ‘এডুকেশন ইন দ্য নিউ নরমাল রিডিফাইনিং টিচিং অ্যান্ড লার্নিং’ শীর্ষক বিশেষ সেশন পরিচালনা করেন। এছাড়া গত ২৫-২৬ আগস্ট ফিলিপিনের স্যান পার্দু কলেজের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদায়উ ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ কনফারেন্স ২০২১’-এ অংশ নিয়ে ড. মো. সবুর খান ‘সাসটেইনেবিলিটি ইন হায়ার এডুকেশন: টিচিং লার্নিং আফটার কোভিড-১৯’ শীর্ষক সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এশিয়ান শিক্ষক কর্মশালাটি এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামের (এইউএপি) অধীনে চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের একটি উদ্যোগ। এইএউএপি সদস্যভূক্ত এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়ানোই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য। কর্মশালাটি ৯টি সেশনের মধ্য দিয়ে শেষ হয়।
অপরদিকে ‘কোভিড পরবর্তী যুগের আলোচনা: শিক্ষা ও এগিয়ে যাওয়ার পথ’ থিম নিয়ে মাদায়উ ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি-কমিউনিটি এনগেজমেন্ট নেটওয়ার্ক (এপিইউসিইএন) এবং দ্য অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, যোগাযোগ তৈরি, গবেষণা ও উদ্ভাবন বাড়ানোই এ কনফারেন্সের উদ্দেশ্য। সেমিনারে ড. মো. সবুর খান বলেন, টেকসই শিক্ষার জন্য শিক্ষা ও শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে নতুন কৌশল উদ্ভাবন করা জরুরি। করোনা মহামারি আমাদেরকে এক নতুন পৃথিবীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই পৃথিবী মোকাবেলা করার জন্য নতুন কৌশল প্রয়োজন। পুরনো শিক্ষাব্যবস্থা ও কৌশল দিয়ে এই নতুন দুনিয়াকে মোকাবেলা করা যাবে না। সেমিনারটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষক, আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শিল্প-উদ্যোক্তা ও নেতা, বিজ্ঞানী ও নীতি নির্ধারকরা অংশগ্রহণ করেন।