গেইল ঝড়ে উড়ে গেল চট্রগ্রাম

গেইল ঝড়ে উড়ে গেল চট্রগ্রাম

স্পোর্টস ডেস্ক : অবশেষে গেইল ঝড় দেখল মিরপুরের দর্শক। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের ২৮ তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছে বরিশাল বুলস। এই জয়ে বড় ভূমিকা রাখেন ক্রিস গেইল। বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন এই ক্যারিবিয়ান। কিন্তু এ দিন ৪৭ বলে ৯২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চিটাগং ভাইকিংসকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদুউল্লাহ। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান করে চিটাগং। বরিশাল বুলস ক্রিস গেইলের অপরাজিত ৯২ আর অধিনায়ক মাহমুদুউল্লার অপরাজিত ১৯ রানে ভর করে ৩০ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে।

জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বরিশাল ইনিংসের রনি তালুকদারকে হারায়। দলীয় ২ রানের মাথায় রান আউটের ফাঁদে পড়েন তিনি। এরপর ওয়ান ডাউনে নামা মেহেদী মারুফও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি। ব্যক্তিগত ১৮ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন তিনি। তখন বরিশালের রান মাত্র ৩১। এরপর অধিনায়ক মাহামুদুউল্লাহ আসেন ব্যাটিংয়ে। তখন অপর প্রান্তে ছিলেন ক্রিস গেইল। তৃতীয় উইকেটে জুটিতে এ দুজনে ১১০ রান করে দলকে জয়ের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেন।

এ দিন ক্রিস গেইল ছিলেন। আগের দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে স্বরূপে ফিরে আসেন তিনি। দেখলেন, খেললেন, দর্শকদের মনও জয় করলেন এ ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান। ৪৭ বলে খেললেন ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস। যে ইনিংসটিতে ছিল ৯টি ছয় আর ৬টি চার দিয়ে সাজানো। যা দেখতেই বুধবার মিরপুর স্টেডিয়ামে আসেন দর্শক। চিটাগংয়ের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩ ওভার বল করে ২৩ রানে নেন ১ উইকেট। আর শফিউল ইসলাম ২ ওভারে দেন ১২ রান। কিন্তু কোন উইকেট পাননি এ পেসার।favicon5

Sharing is caring!

Leave a Comment