ম্যাককালামের ছক্কার রেকর্ড

ম্যাককালামের ছক্কার রেকর্ড

স্পোর্টস ডেস্ক :ওয়ানডে ক্রিকেটে নিজের বিদায়ী ম্যাচেও বিধ্বংসী হয়ে উঠলেন ব্রেন্ডন ম্যাককালাম। আর তাতে দারুণ এক মাইলফলকও ছুঁলে ফেললেন তিনি।

নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ২০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন এই ডানহাতি। সোমবার হ্যামিল্টনে চ্যাপেল-হ্যাডলি ট্রফির শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ম্যাককালাম। তার এই ঝোড়ো ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চারের মার। আর এই ৩ ছক্কা দিয়ে ওয়ানডেতে কিউই অধিনায়কের ছক্কাসংখ্যা দাঁড়িয়েছে ঠিক ২০০টি। কিউই ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩ ছক্কা হাঁকিয়েছেন ক্রিস কেয়ার্নস।

আর ওয়ানডে ইতিহাসে ২০০ বা এর বেশি ছক্কা হাঁকানো চতুর্থ ব্যাটসম্যান ম্যাককালাম। ৩৫১ ছক্কা নিয়ে সবার ওপরে আছেন শহীদ আফ্রিদি। তার পরে আছেন যথাক্রমে সনাৎ জয়সুরিয়া (২৭০), ক্রিস গেইল (২৩৮)। favicon59

Sharing is caring!

Leave a Comment