নিউজিল্যান্ডের সিরিজ জয়

নিউজিল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের কাজটা চতুর্থ দিনেই অনেকখানি এগিয়ে রেখেছিল নিউজিল্যান্ড। ১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে ফেলেছিল ১৪২ রান। পঞ্চম দিনে মাত্র ১৩ ওভার ব্যাটিং করেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। ১০৮ রানের দারুণ ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কেন উইলিয়ামসন। পাঁচ উইকেটের এই সহজ জয়ের ফলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটাও জিতে নিয়েছে কিউইরা। এর আগে প্রথম টেস্টটি তারা জিতেছিল ১২২ রানে।

হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ ছিল শ্রীলঙ্কার হাতে। কিন্তু ৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা। টিম সাউদি ও নেইল ওয়াগনারের দারুণ বোলিংয়ে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে পড়েছিল চাপের মুখে। মাত্র ১১ রানেই হারিয়েছিল দুটি উইকেট। তবে এর পর শক্ত হাতে দলের হাল ধরেন উইলিয়ামসন। তৃতীয় ও চতুর্থ উইকেটে রস টেলর ও অধিনায়ক ম্যাককালামকে সঙ্গে নিয়ে ৬৭ ও ৫২ রানের দুটি জুটি গড়ে দলকে অনেকখানি এগিয়ে দেন জয়ের পথে। আর শেষ পর্যন্ত ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই কিউই ব্যাটসম্যান।

টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের ঝুলিও ভারী করেছেন উইলিয়ামসন। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেছেন এক বছরে এক হাজার রান করার মাইলফলক। গত বছর ম্যাককালাম করেছিলেন ১,১৬৪ রান। আর এবার উইলিয়ামসন করেছেন ১,১৭২ রান। তাঁর ব্যাটিং গড়টাও ঈর্ষণীয়—৯০.১৫। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে এক বছরে সবচেয়ে বেশি পাঁচটি শতক করার নতুন রেকর্ডও গড়েছেন উইলিয়ামসন।

সব মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি রান ও শতকের রেকর্ডটি আছে পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের দখলে। ২০০৬ সালে নয়টি শতক হাঁকিয়ে মোট ১,৭৮৮ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।favicon5

Sharing is caring!

Leave a Comment