অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড

অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ টেস্ট দ্বিতীয় ম্যাচে শনিবার মাঠে নামে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে জো বার্নস ও উসমান খাজার জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া। দিন শেষে ৩ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে অজিরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্নস ও উসমানের সেঞ্চুরি দিয়ে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ১০০০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। আর এ তালিকায় দ্বিতীয় ইংল্যান্ড। তাদের সেঞ্চুরির সংখ্যা ৯৬৪টি। ৬৮৮ সেঞ্চুরি নিয়ে ভারত তৃতীয় এবং ৬২৯ সেঞ্চুরি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে চতুর্থ স্থানে। এছাড়া ৫০০ সেঞ্চুরির দেখা পেয়েছে পাকিস্তান (৫৪৩) ও দক্ষিণ আফ্রিকা (৫০১)।

আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন দলের মোট সেঞ্চুরির তালিকা :

দেশের নাম            সেঞ্চুরি সংখ্যা

অস্ট্রেলিয়া              ১০০০

ইংল্যান্ড                   ৯৬৪

ভারত                    ৬৮৮

ওয়েস্ট ইন্ডিজ          ৬২৯

পাকিস্তান                 ৫৪৩

দক্ষিণ আফ্রিকা         ৫০১

শ্রীলংকা                  ৩৯৩

নিউজিল্যান্ড            ৩৭৭

জিম্বাবুয়ে                 ১০৭

বাংলাদেশ                   ৭৭

আয়ারল্যান্ড             ২০

স্কটল্যান্ড                 ১৪favicon5

Sharing is caring!

Leave a Comment