দ্বিতীয় টেস্টেও হারলো ক্যারবীয়রা

দ্বিতীয় টেস্টেও হারলো ক্যারবীয়রা

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে প্রথম টেস্ট আড়াই দিনে হারের পর মেলবোর্নে দ্বিতীয় টেস্টও এক দিন বাকি থাকতেই হেরেছে ক্যারিবীয়রা। ১৭৭ রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হারের পাশাপাশি একটি লজ্জার রেকর্ডও ছুঁয়েছে। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি টেস্ট হারের নিজেদের রেকর্ড ছুঁয়েছে ক্যারিবীয়রা। এ বছর ১০ ম্যাচ খেলে ৮টিতেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২০০৪ (১২ ম্যাচে) ও ২০০৫ সালেও (১১ ম্যাচে) ৮টি করে টেস্ট হেরেছিল তারা। মেলবোর্ন টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চার সেঞ্চুরিতে ৩ উইকেটে করা ৫৫১ রানের (ইনিংস ঘোষণা) জবাবে তৃতীয় দিনে ২৭১ রানেই অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনেই ৩ উইকেটে ১৭৯ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক স্মিথ ৭০ রানে অপরাজিত ছিলেন। তার দল এগিয়ে ছিল ৪৫৯ রানে। ম্যাচে জোড়া সেঞ্চুরির জন্য কিছু সময় স্মিথ নিতেই পারতেন। তবে মঙ্গলবার চতুর্থ দিনে অসি অধিনায়ক আর ব্যাটিংয়ে না নেমে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬০ রানের জয়ের লক্ষ্য বেঁধে দেন।

প্রথম ইনিংসে মাত্র ৮৩ রানে ৬ উইকেট হারানোর পর কোনোমতে ২৭১ রান করা ওয়েস্ট ইন্ডিজের জয় তো দূরেই থাক, খেলা পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যাওয়াই ছিল বড় চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা নিতে পারেননি তাদের ব্যাটসম্যানরা। ১৫০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ষষ্ঠ উইকেটে দিনেশ রামদিন ও জেসন হোল্ডারের ১০০ রানের জুটিতে অলআউট হওয়ার আগে ২৮২ রান করতে পারে সফরকারীরা। হোল্ডারের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৬৮ রান। রামদিন করেন ৫৯ রান। এ ছাড়া ওপেনার চান্দ্রিকা ৩৭ রান করেন।

অস্ট্রেলিয়ার পেসার মিচেল মার্শ ৬১ রানে ৪ উইকেট নেন। এ ছাড়া নাথান লায়ন ৮৩ রানে ৩টি, জেমস প্যাটিনসন ৪৯ রানে ২টি আর পিটার সিডল ৩৫ রানে এক উইকেট নেন। দুই ইনিংস মিলে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারটা জিতেছেন স্পিনার লায়ন।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৩৫ ওভারে ৫৫১/৩ ডিক্লে. (খাজা ১৪৪, স্মিথ ১৩৪*, বার্নস ১২৮, ভোজেস ১০৬*, ওয়ার্নার ২৩; টেলর ২/৯৭, ব্রেথওয়েট ১/৭৮) ও দ্বিতীয় ইনিংস: ৩২ ওভারে ১৭৯/৩ (স্মিথ ৭০*, খাজা ৫৬, মিচেল মার্শ ১৮*; হোল্ডার ২/৪৯)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১০০.৩ ওভারে ২৭১ (ব্রাভো ৮১, ব্রাফেট ৫৯ ব্ল্যাকউড ২৮, চান্দ্রিকা ২৫; লায়ন ৪/৬৬, প্যাটিনসন ৪/৭২, সিডল ২/৪০) ও দ্বিতীয় ইনিংস: ৮৮.৩ ওভারে ২৮২ (হোল্ডার ৬৮, রামদিন ৫৯, চান্দ্রিকা ৩৭; মিচেল মার্শ ৪/৬১, লায়ন ৩/৮৫, প্যাটিনসন ২/৪৯)।

ফল: অস্ট্রেলিয়া ১৭৭ রানে জয়ী।

ম্যাচসেরা: নাথান লায়ন।favicon5

Sharing is caring!

Leave a Comment